(ডিআইজি মি.প্রলয় চিসিম,এফডিএমএন,এপিবিএন,কক্সবাজার)
নিজেস্ব প্রতিনিধি#সেই ব্রিটিশ আমল থেকে
পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মনে যে ধারণা
বাসা বেঁধেছিল, তা খুব একটা সুখকর নয়।
প্রথাগত পুলিশিং নিয়ে জনমানসে মোটাদাগে যে
ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল, তাতে সাধারণ মানুষের
কাতার থেকে পুলিশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু
গত এক-দেড়দশকে পুলিশ সম্পর্কিত জনধারণা
অনেকখানিই বদলে গেছে। ‘পুলিশ জনগণের
বন্ধু এই কথাটি এখন আর নেহাতই খেতাবি কথা
নয়। বাস্তবিকই পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠছে।
এই যুগান্তকারী পরিবর্তনের অন্যতম পুরোধা,(কক্সবাজার এফডিএমএন,এপিবিএনের ডিআইজি মি.প্রলয় চিসিন)তিনি একজন পুলিশ কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি সাধারন মানুষের সেবকের কারিগড় হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন,তিনি কর্মজীবনে সফলতার ঝুলিতে অর্জন করেছেন অনেক কিছু, যেটি তার ব্যক্তি জীবন, কর্ম জীবন ও দেশের জন্য অত্যন্ত গর্বের।এছাড়া নীরবে নিভৃতে কাজ করে যাওয়া এই প্রচারবিমুখ ডিআইজি মি.প্রলয় চিসিম এফডিএমএন,এপিবিএনের মতো গুরুত্বপূর্ণ একটি ইউনিটের দায়িত্ব অতি সুনামের সহিত পালন করে চলেছেন।উক্ত মানবিক পুলিশ কর্মকর্তার কৃতকার্য,বাংলাদেশ পুলিশকে আরেক ধাপ এগিয়ে নেবে তাতে কোনো সন্দেহ নেই।
বর্তমানে পুলিশি সেবার বিষয়ে অধিকতর আস্থাশীল এবং সমাজের অদ্ভুত ও প্রান্তবর্তী মানুষের মনের আশার আলো যে আরও উজ্জল হবে, সেটিই বড় সুখের কথা।এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন,এফডিএমএন,এপিবিএন,কক্সবাজারের ডিআইজি মি.প্রলয় চিসিম
Leave a Reply