উত্তরায় দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ১৯, আহত শতাধিক
- সংবাদ শিরোনাম :
সোমবার, ২১ জুলাই, ২০২৫
-
১১০
বার পঠিত

উত্তরায় দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ১৯, আহত শতাধিক,,
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী ঢাকার উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে আজ সোমবার দুপুরে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানি ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুপুর ১টা ৬ মিনিটে চীনা তৈরি F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান বাফবেস একে খান থেকে উড্ডয়ন করে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ির জনবহুল এলাকায় মাইলস্টোন কলেজের একটি ব্লকে ধাক্কা দেয়। এতে কলেজের একাডেমিক ভবনে আগুন ধরে যায় এবং ধ্বংসস্তূপে বহু শিক্ষার্থী ও শিক্ষক আটকা পড়ে।
বিমানটি উড়াচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ গোলচাকা ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমে আসে এবং বিকট শব্দে ভবনের ওপর পড়ে যায়। দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নেভাতে এবং আহতদের উদ্ধার করতে কাজ করে।
নিহত ও আহতদের পরিচয়: পাইলটসহ ১৯ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই কলেজের শিক্ষার্থী এবং কর্মচারী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধদের
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এক শোকবার্তায় বলেন, “এই দুর্ঘটনা জাতির জন্য এক চরম ক্ষতি।” তিনি দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতোমধ্যে বিমান বাহিনী ও বেসাম
নিউজটি শেয়ার করুন.
Leave a Reply