সংবাদ শিরোনাম :
ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম হত্যা — স্ত্রী বৃষ্টি ও ফুফাতো শ্যালক ইমন পুলিশের কাছে স্বীকারোক্তি দিল। যতই দিন যাচ্ছে ভালবাসার মানুষগুলো চিরতরে না ফেরার দেশে পাড়ি জমাচ্ছে। শামীমউল হাসান অপু’র নেতৃত্বে কুষ্টিয়ায় সড়ক-ড্রেনেজ সমস্যা সমাধানে অভিযান, কুমারখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগে চাচাতো ভাইয়ের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে । উত্তরায় দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ১৯, আহত শতাধিক কুমারখালীতে থানায় মামলা করার কারণে, মিথ্যা ও হয়রানী মূলক অপবাদ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্তাল কুমারখালী, শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ ও মানববন্ধন,, ❝সাংবাদিকতার আড়ালে প্রতারণা, “প্রতিদিন অপরাধ তথ্য” নাম ব্যবহার করে প্রতারণা ও বিভ্রান্তি করা যুবকের নাম  ইমরান মুন্সি ,, “ইচ্ছা-২০০৮” এর উদ্যোগে ১৪ তম ইফতার ও দোয়া মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ কুষ্টিয়া জেলার, কুমারখালী থানার , চৌরঙ্গীর লক্ষ্মীপুর গ্রামের মো:শফিক ও তার ভাই রফিক সহ কয়েকজনার বিরূ‌‍‌দ্ধে  অবৈধ ভাবে জমি দখল ও  সহিংসতার ঘটনার ব্যাপক অভিযোগ উঠেছে।

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ এর কাছ কচি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৬০১ জন ডেঙ্গুরোগী।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এছাড়া একজন চট্টগ্রাম বিভাগের ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

 

আলোচ্য সময়ে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২০৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহীতে ৬৬ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৭ হাজার ৬০১ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩৯৯ জনের মধ্যে ৫০ দশমিক ৪০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৬০ শতাংশ পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।

এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

নিউজটি শেয়ার করুন.

One response to “ডেঙ্গুতে মৃত্যু ৪০০ এর কাছ কচি”

  1. Clustering says:

    The website design looks great—clean, user-friendly, and visually appealing! It definitely has the potential to attract more visitors. Maybe adding even more engaging content (like interactive posts, videos, or expert insights) could take it to the next level. Keep up the good work! WordAiApi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Jafu Enterprise