কুষ্টিয়ার ঠিকাদার সৈয়দ মনজুরুল কবির শাহীনের বিরুদ্ধে নারী শোষণের অভিযোগ।
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা সৈয়দ মনজুরুল কবির শাহীন, যিনি বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো)-এর বিভিন্ন কাজের ঠিকাদার প্রতিষ্ঠান ‘সানাকোস’-এর কর্ণধার, তার বিরুদ্ধে নারী শোষণ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি এক নারীর সঙ্গে ভিডিও কলে উলঙ্গ হয়ে অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রায় ৩ থেকে ৪ মিনিটের ওই ভিডিও কলের অংশ ভুক্তভোগীর কাছে সংরক্ষিত রয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, শাহীন বিভিন্ন সময় নারী ভাড়া করে অনৈতিক কাজ করেন এবং টাকা না দিলে ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।
ভুক্তভোগীরা জানান, এর আগেও তার বিরুদ্ধে একাধিক নারী হয়রানির শিকার হয়েছেন। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে প্রমাণ হিসেবে ভিডিওসহ একাধিক তথ্য রয়েছে।
বর্তমানে তিনি ডেসকোর ইব্রাহিমপুর ডিভিশনের বিভিন্ন কাজের ঠিকাদারি করছেন। এ বিষয়ে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা এবং ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।