প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
৷৷৷৷৷ জরুরী নিলাম বিজ্ঞপ্তি৷৷৷৷৷৷৷

৷৷৷৷৷ জরুরী নিলাম বিজ্ঞপ্তি৷৷৷৷৷৷৷
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
কুমারখালী, কুষ্টিয়া
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা নিলাম কমিটির ০৫/০৩/২০২৫ খ্রিঃ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন নিম্নবর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিত গাছসমূহ আগামী ১৩/০৩/২০২৫ খ্রিঃ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কুমারখালী, কুষ্টিয়ায় উন্মুক্ত নিলামে বিক্রয় করা হবে। আগ্রহী প্রতিষ্ঠান/ক্রেতা সাধারণকে নিলামযোগ্য গাছ সরেজমিন পরিদর্শন পূর্বক বর্ণিত সময় ও স্থানে উপস্থিত হয়ে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নিলাম ডাকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
নিলামের তারিখ ও সময়
১৩/০৩/২০২৫খ্রিঃ
সকাল ১০.৩০ টায়
বিদ্যালয়ের নাম
ভড়য়াপাড়া সঃ প্রাঃ বি
ইউনিয়ন
বাগুলাট
নিলামযোগ্য মালামাল
৪টি মেহেগনি ও ৪টি আমগাছের লগ
প্রাক্কলিত মূল্য (টাকায়)
২৪৩৭১/-
প্রধান শিক্ষকের মোবাইল নং
০১৭৪৪৯৬৭৮৩৬
জামানতের
পরিমান
৬০০০/-
শর্তাবলী
১। নিলামডাকে অংশ গ্রহণের পূর্বে নিলামযোগ্য মালামাল সরেজমিন পরিদর্শনপূর্বক নিলাম কর্তৃপক্ষের নিকট নির্ধারিত জামানতের টাকা
(ফেরতযোগ্য) নগদ জমা দিতে হবে।
২। সর্বোচ্চ ও অনুমোদিত ডাককারীকে ০৩ কার্যদিবসের মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে নির্ধারিত কোডে নিলামকৃত পণ্যের মূল্য এবং বিধি মোতাবেক ভ্যাট ও আয়কর পরিশোধ করতে হবে, অন্যথায় তার জামানত বাজেয়াপ্ত করা হবে।
৩। নিলামে বিজায়ী ব্যক্তি/ প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে নিজ খরচে নিলামকৃত মালামাল অপসারণ করতে হবে। অপসারণ কালে বিদ্যালয় বা বিদ্যালয়ের অন্যান্য সম্পত্তির ক্ষতি সাধিত হলে তাকে নিজ খরচে তা মেরামত/সংস্কার করে দিতে হবে।
৪। নিলামে অংশগ্রহনের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে
৪। অনিবার্য কারণবশত নিলামের সময় পরিবর্তনসহ এ বিষয়ে নিলাম কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
মোঃ মোস্তাফিজুর রহমান
উপজেলা শিক্ষা অফিসার
সদস্য সচিব
প্রাথমিক বিদ্যালয়ের ভবন, গাছ নিলাম সংক্রান্ত উপজেলা নিলাম কমিটি কুমারখালী, কুষ্টিয়া
প্রধান সম্পাদক: পিংকু মির্জা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত ডি বি এন ৩৬৫ নিউজ