এস এম কনক:কুষ্টিয়া মিরপুর উপজেলা তালবাড়ীয়া পদ্মা নদী বালির ঘাট থেকে মাছ ধরার সময় জেলেদের জালে ১১ ফিট লম্বা একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে।এই বিশাল আকৃতির কুমিরটি দেখতে শত শত স্থানীয় এলাকাবাসী তালবাড়ীয়া বালির গাটে ভিড় জমান। পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসকের নির্দেশে ঘটনা স্থলে কুষ্টিয়া জেলা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে স্থানীয় উৎসুক জনতা ও জেলেদের হাত থেকে বিশাল আকৃতির কুমিরটিকে উদ্ধার করেন এবং পরবর্তীতে পদ্মা নদীর গভীরে নিয়ে গিয়ে অবমুক্ত করেন।
প্রধান সম্পাদক: পিংকু মির্জা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত ডি বি এন ৩৬৫ নিউজ