এস এম কনক :কুষ্টিয়া সদর থানা আলামপুর ইউনিয়নের দহখোলা মন্ডলপাড়া এলাকার মো : মঞ্জিল বেপারির ছেলে মিজানুর রহমান মিজা( ৫০) নামে বিয়ের প্রলোভন দেখিয়ে ১ বছর যাবত একই গ্রামের শাহিদা খাতুন (৪০) নামে একাধিকবার শারীরিক সম্পর্ক করছে , দুই সন্তানের জননী শাহিদা খাতুন বলেন আমার স্বামী মারা যাবার পরে , মিজান আমার বাড়িতে আসা যাওয়া করতো এলাকাবাসী এই বিষয় নিয়ে খারাপ মন্তব্য করে, আমি মিজানের কাজ বলি যে আমার ছেলে বৌমা আছেও এলাকাবাসী বাজে মন্তব্য করছে আপনি আমার বাড়িতে আর আসবেন না , মিজান বলেন সমস্যা নাই খারাপ মন্তব্য করছে তাই কি হয়েছে আমি তোমাকে বিয়ে করব , এই বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শাহিদা সাথে শারীরিক সম্পর্ক করে, শাহিদা মিজানের কাছে বিয়ের কথা বললেই নানান অজুহাত দেখিয়ে থাকে, শাহিদা খাতুনের অভিযোগ আমার বিয়ের প্রলোভন দেখিয়ে এতবার ক্ষতি করছে মিজান আমাকে বিয়ে করা লাগবে বিয়ে না করলে আমি আইন গত ব্যবস্থা নেব বিচারের দাবিতে।
প্রধান সম্পাদক: পিংকু মির্জা
© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত ডি বি এন ৩৬৫ নিউজ